ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে নিখোঁজের ৩দিন পর আওয়ামীলীগ নেতার লাশ মিলল জঙ্গলে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।
নিউজটি দেখেছেনঃ 1641406 জন
  • নিউজটি দেখেছেনঃ 1641406 জন
মিরসরাইয়ে নিখোঁজের ৩দিন পর আওয়ামীলীগ নেতার লাশ মিলল জঙ্গলে
ছবি- নিহত আবু তাহের ভূঁইয়া, ডানে- উদ্ধার করার আগে জঙ্গলে নিথর দেহ।

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিন নিখোঁজ থাকার পর আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জামালের দোকান এলাকার একটি জঙ্গল থেকে তার মৃতদেহটি পাওয়া যায়। আবু তাহের মিরসরাই সদর ইউনিয়নের দৌলত ভূঁইয়া বাড়ির মরহুম মজিবুল হকের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। 


নিহতের ভাতিজা মেহেদী হাসান জানান, তার চাচাকে গুম করে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এলাকার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখাচ্ছিল। নিখোঁজ হওয়ার পর মোবাইল ট্র্যাক করলে একটি নির্দিষ্ট স্থানের নির্দেশনা পাওয়া যায়। শুক্রবার সকালে স্থানীয় শিশুরা জঙ্গলের পাশে লাশ দেখে পুলিশে খবর দেয়। মেহেদী হত্যার বিচার দাবি করে বলেন, “আমার চাচার সঙ্গে সকলের ভালো সম্পর্ক ছিল। তার হত্যার সুষ্ঠু বিচার চাই।”


মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।

আপডেট :
সর্বশেষ সংবাদ