News Link: https://dailylalsobujbd.com/news/1jC
নিহতের ভাতিজা মেহেদী হাসান জানান, তার চাচাকে গুম করে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এলাকার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখাচ্ছিল। নিখোঁজ হওয়ার পর মোবাইল ট্র্যাক করলে একটি নির্দিষ্ট স্থানের নির্দেশনা পাওয়া যায়। শুক্রবার সকালে স্থানীয় শিশুরা জঙ্গলের পাশে লাশ দেখে পুলিশে খবর দেয়। মেহেদী হত্যার বিচার দাবি করে বলেন, “আমার চাচার সঙ্গে সকলের ভালো সম্পর্ক ছিল। তার হত্যার সুষ্ঠু বিচার চাই।”
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।