ঢাকা
খ্রিস্টাব্দ

সংবাদ মাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন: তথ্য উপদেষ্টার বক্তব্য

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1711960 জন

  • নিউজটি দেখেছেনঃ 1711960 জন
সংবাদ মাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন: তথ্য উপদেষ্টার বক্তব্য
ছবি : লাল সবুজ বাংলাদেশ

সাংবাদিকদের প্রতি দাসসুলভ আচরণ বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করা হবে। তিনি গত সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি গোলটেবিল আলোচনায় এ কথা জানান।


নাহিদ ইসলাম উল্লেখ করেন, "সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন," এবং এ কারণে অনেক প্রতিষ্ঠানে বেতন নির্ধারণ সঠিকভাবে হচ্ছে না। তিনি বেতন সমস্যা সমাধানের উপর জোর দেন, কারণ "বেতন ছাড়া পেশাদারিত্ব গঠন সম্ভব নয়।"


তথ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে কমিশনের কাঠামো তৈরি হবে, যাতে মাঠ পর্যায়ের সাংবাদিকদের মতামতও শোনা হয়। তিনি তরুণদের সাংবাদিকতায় আগ্রহ হারানোর বিষয়টি উল্লেখ করে বলেন, "সাংবাদিকতাকে পেশাদার করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।"


জুলাই বিপ্লবের প্রেক্ষিতে সাংবাদিকদের ভূমিকা বিশ্লেষণের গুরুত্বও উল্লেখ করেছেন তিনি।


এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে, যাতে সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করার সুযোগ পান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ