ঢাকা
খ্রিস্টাব্দ

১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1726365 জন

  • নিউজটি দেখেছেনঃ 1726365 জন
১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, এডিস মশাবাহিত এই রোগটি বর্তমানে ১৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস ৩ অক্টোবর, জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।


তিনি উল্লেখ করেছেন, আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা অন্যান্য মশাবাহিত রোগ যেমন জিকা ও চিকুনগুনিয়ার ক্ষেত্রেও লক্ষণীয়। গেব্রিয়েসুস বলেন, গত কয়েক বছরে লাখ লাখ মানুষ ডেঙ্গু এবং অন্যান্য আর্বোভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এবং বর্তমানে কোটি কোটি মানুষ এসব রোগের ঝুঁকিতে রয়েছে।


এমন পরিস্থিতি থেকে মুক্তির জন্য বিশ্বজুড়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। তিনি বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধের জন্য পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্তদের সঠিক সময়ে চিকিৎসা প্রদান অত্যন্ত জরুরি।


বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রমন ভেলাইউধান অপরিকল্পিত নগরায়ন, দূষিত পানি ও জলবায়ু পরিবর্তনকে ডেঙ্গুর বিস্তারের জন্য প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ২০২১ সাল থেকে প্রতি বছর ডেঙ্গুর আক্রান্ত ও মৃত্যুর হার দ্বিগুণ হারে বেড়েছে। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ কোটি ২৩ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৬ হাজারেরও বেশি মৃত্যুবরণ করেছেন।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে যে, সদ্যোজাত শিশু ও বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং ডেঙ্গুর বিস্তার মোকাবেলায় একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ