চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান বলেছেন, “সব শ্রেণির মানুষের অধিকার রক্ষা ও মানবতার মুক্তির লক্ষ্যে জামায়াত কর্মীদেরকে ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করতে হবে।” রোববার (৮ জুন) বিকেলে মিরসরাই পৌরসভা জামায়াতের উদ্যোগে লতিফীয়া কামিল মাদরাসায় আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন বিপদসংকুল পথ অতিক্রম করছে। বিগত স্বৈরাচারী শাসকগণ জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে দেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল। আজ তারা ভিন্ন রূপে ফের আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। ৫ আগস্টের পর দেশের মানুষ বুঝতে পেরেছে—জামায়াতে ইসলামীর হাতেই দেশ ও জাতি নিরাপদ।”
এসময় তিনি বলেন, “দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আমির শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন বায়তুল মাল সেক্রেটারি আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির বলেন, “জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রকৃত মুক্তির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত ৫৪ বছরে সরকার পরিবর্তন হয়েছে বারবার, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জামায়াতের নেতৃত্বেই দেশে স্থায়ী মুক্তি সম্ভব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি অধ্যাপক জাফর উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি একরামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ঈদ পুনর্মিলনী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত হয়।