ঢাকা
খ্রিস্টাব্দ

রাঙ্গামাটির লংগদুতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 160512 জন

  • নিউজটি দেখেছেনঃ 160512 জন
রাঙ্গামাটির লংগদুতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ০৭ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি ২৯৯ নং আসনের লংগদু উপজেলার বগাচতর, গুলশাখালী ও ভাসান্যাদম ইউনিয়নের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সম্মেলনটি বগাচতর ইউনিয়নের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাঙ্গামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ মোক্তার আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ নুরুল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের লংগদু উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য বগাচতর ইউনিয়নের আমীর ছিদ্দিকুর রহমান খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আশরাফুল আলম, গুলশাখালী ইউনিয়ন সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, ভাসান্যাদম ইউনিয়ন সভাপতি মোঃ আলাউদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের মোঃ সোলায়মান, হাফেজ মোফাচ্ছেরুল হক মারুফ, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

আলোচকবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রতিনিধি‌দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনে কাজ করবেন। তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। সেই লক্ষ্যেই ভোটকেন্দ্র ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। কেন্দ্রভিত্তিক আমাদের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম যথাযথ ও  ব্যাপকভাবে চলমান রাখলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার বগাচতর ইউনিয়ন, গুলশাখালী  ইউনিয়িন, আটারকছড়া ইউনিয়ন ও কালাপাকুজ্যা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় একশত প্রতিনিধি সম্মেলনে  অংশগ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ