ঢাকা
খ্রিস্টাব্দ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ০৫ মে ২০২৫, ১০.৩৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৫ মে ২০২৫, ১০.৩৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 749110 জন

  • নিউজটি দেখেছেনঃ 749110 জন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত।


সোমবার সকাল ১১ টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে আমারদেশ পাঠক মেলার উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিতে ও সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


এ মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সঞ্জীব কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ।


এ সময় বক্তারা বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়। মেঘনা গ্রুপ স্বৈরাচারী শাসনকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।


বক্তারা সাংবাদিক মাহমুদুর রহমানকে সাহসী কলম সৈনিক হিসেবে অভিহিত করে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ০৫ মে ২০২৫, ১০.৩৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৫ মে ২০২৫, ১০.৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ