ঢাকা
খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1882651 জন

  • নিউজটি দেখেছেনঃ 1882651 জন
প্রধানমন্ত্রীর প্রেসসচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান
ছবি : সংগৃহীত

প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। গত মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।


আদেশে বলা হয়েছে, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।


এ ছাড়া মো. নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধের কথাও আদেশে বলা হয়েছে।


তবে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হবে।


গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পর থেকেই পদটি শূন্য রয়েছে।


পদটিতে কাকে নিয়োগ দেওয়া হবে, তা নিয়েও ছিল নানা জল্পনা।

নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। রাজনীতিবিদ ও আইনজীবী বাবা নুরুল ইসলাম খান এবং মা নূরুন নাহার খানের ছয় সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। টেলিভিশনে টকশোর আলোচক হিসেবে দেশব্যাপী তার সুনাম রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ