ঢাকা
খ্রিস্টাব্দ

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে : মির্জা ফখরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১১.৩২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১১.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 499258 জন

  • নিউজটি দেখেছেনঃ 499258 জন
চীন-বাংলাদেশ  সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে : মির্জা ফখরুল

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে, বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন সমঝোতা, দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


শুক্রবার (২৭ জুন) চীনের শিয়ান বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, সানঝি প্রদেশের জিয়ান শহরের একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। ওই কমিউনিটির কমিটির সেক্রেটারি তাদের অভ্যর্থনা জানান।


এবং তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। কিভাবে তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, তারও বিস্তারিত ব্যাখ্যা করেন। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

আজ রাত ১০টার দিকে বিএনপির ওই প্রতিনিধি দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


প্রসঙ্গত, গত ২৩ জুন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের ক্ষমতাসীন দল সিপিসির আমন্ত্রণে দেশটিতে যায়। চার দিনের ওই সফর শেষে আজ তারা দেশে ফিরে আসছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১১.৩২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১১.৩২ অপরাহ্ন