চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণ তাদের সঙ্গে না থাকায়, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, তাই এই ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণকে বুঝাতে হবে—এই ৩১ দফার মধ্যেই দেশের সব সমস্যার সমাধান রয়েছে।
বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের করিমপুর কাইট্রইশ্যায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি।
সরওয়ার আলমগীর বলেন, “বিএনপিতে চাঁদাবাজদের কোনো স্থান নেই। আমাদের নেতা তারেক রহমান এটা স্পষ্টভাবে বলেছেন। কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দিন।”
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সৈয়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, মোহাম্মদ আলী শিকদার, মো. এনামুল হক এনাম, মাস্টার বশর, মুনসুর আলম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, সফিউল আলম, আহম্মদ সাফা, ইলিয়াস চৌধুরী, নাছির উদ্দিন, রফিকুল ইসলাম, আলী মুস্তাফা, আবদুল লতিফ, মো. আলমগীর ও আবদুল কাদের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবর। এছাড়াও উপস্থিত ছিলেন গাজী আমান উল্লাহ, সাইফুল হায়দার রাসেল, এমদাদ, একরাম, মোজাহারুল ইকবাল লাভলু, তুষার, ফরহাদ, শামীম, ইসমাইল হোসেন, বেলাল উদ্দিন, মোজাহের, আবদুল শুক্কুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, জয়নাল, বাপ্পু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাসুদ, জিয়ামিন, ফাহিম শিবলু প্রমুখ।