ঢাকা
খ্রিস্টাব্দ

বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন

তিতাসে এসএসসি পরীক্ষায় সুমাইয়া'র গোল্ডেন জিপিএ-৫ লাভ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 449567 জন

  • নিউজটি দেখেছেনঃ 449567 জন
তিতাসে এসএসসি পরীক্ষায় সুমাইয়া'র গোল্ডেন জিপিএ-৫ লাভ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাসের বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার দোলা সদ্য প্রকাশিত এসএসসি-২০২৫ পরীক্ষার ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-০৫ পেয়ে অত্র বিদ্যালয়ের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।


প্রথম স্থান অর্জন করে মেধাবী এ শিক্ষার্থী নিজ এলাকায় প্রসংশায় ভাসছেন। এমন সাফল্যে তার মা-বাবা, শিক্ষক ও প্রতিবেশীরা সবাই খুশি।


শিক্ষার্থী সুমাইয়া আক্তার দোলা উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. দুলাল মিয়া'র কন্যা।


এছাড়াও বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩৯৩জন অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের মধ্যে তিন বিভাগে মোট ১৯টি জিপিএ ফাইভ  লাভ করেছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টির ২০২৫ইং সালের এসএসসি পরিক্ষায় পাশের হাড় ৬৭.৬৮।


জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে সুমাইয়া আক্তার দোলা বলেন, শ্রদ্ধেয় পিতা-মাতা বাবা ও শিক্ষক’সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই ফলফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই এবং সাফল্যের ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী। মেধাবী এই শিক্ষার্থী সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীদের গাইড বই অনুকরণ না করে পাঠ্যবই মনোযোগ সহকারে পড়লে এমন ভালো রেজাল্ট করা সম্ভব বলে পরামর্শ দেন।


সুমাইয়া আক্তার দোলা'র পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এজন্য আমরা গর্বিত। এই রেজাল্টে আমাদের পরিবারের সবাই আনন্দিত। সে নিজের আগ্রহে শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে। মেয়ের ভালো ফলাফলের জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার মেয়ের জন্য তিতাসবাসীসহ সকলের নিকট দোয়া প্রার্থনা ক‌রছি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ