ঢাকা
খ্রিস্টাব্দ

গণপূর্ত উপদেষ্টার কাছ থেকে গুলশানের বাড়ির দলিল পেলেন খালেদা জিয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২.১০ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 571903 জন

  • নিউজটি দেখেছেনঃ 571903 জন
গণপূর্ত উপদেষ্টার কাছ থেকে গুলশানের বাড়ির দলিল পেলেন খালেদা জিয়া

রাজধানীর ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত নিজস্ব বাড়িটির নামজারির কাগজ তাঁর নিকট পৌঁছে দিয়েছে সরকার। 


বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু উপস্থিত ছিলেন।


খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে ম‍্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উপদেষ্টা কিছু কাগজ উনার হাতে দিয়েছেন। তারা আধা ঘণ্টার মতো ছিলেন। 


১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানে-র শাহাদাত বরণের পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার । 


বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন তার একেবারে পাশেই তার নিজের নামে বরাদ্দকৃত বাড়িটি ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে। তিন বেড, বিশাল ড্রয়িং, লিভিং রুম ও সুইমিং পুলসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ওই বাড়িতে।


এছাড়া ঢাকা সেনানিবাসের ভেতর মইনুল রোডে আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বেগম জিয়াকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ী থেকে উৎখাত করে।তার দীর্ঘদিনের সংসারের সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে তাঁকে সেখান থেকে বের করে দেয়া হয়।


সরকারের সূত্র জানায়, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তাঁর নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২.১০ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২.১০ পূর্বাহ্ন