ঢাকা
খ্রিস্টাব্দ

সাগর-রুনি হত্যার তদন্তে উচ্চক্ষমতার টাস্কফোর্স গঠন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1696429 জন
  • নিউজটি দেখেছেনঃ 1696429 জন
সাগর-রুনি হত্যার তদন্তে উচ্চক্ষমতার টাস্কফোর্স গঠন
ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত সম্পন্ন করতে উচ্চক্ষমতার টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ আগামী ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলেছেন।


মামলার তদন্ত প্রতিবেদন ১১২বার পেছানোর পর আগামী ১৮ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে। এদিন আদালতে উপস্থিত তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে পারেননি।


গত ১ অক্টোবর মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য ৯ আইনজীবীর অনুমতি পান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। মামলার বাদী নওশের আলী রোমান তাকে নিয়োগ দেন। আইনজীবী শিশির মনির জানান, তিনি তদন্তকারীদের সঙ্গে বসে প্রাপ্ত ক্লু অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।


প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকায় সাগর ও রুনি নির্মমভাবে খুন হন। এরপর রুনির ভাই নওশের আলী রোমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :