ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1718859 জন

  • নিউজটি দেখেছেনঃ 1718859 জন
মিরসরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
জোরারগঞ্জ থানার আমীর নুরুল হুদা হামিদী।

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জামায়াতে ইসলামী সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে, এতে আসন্ন শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে পালনের বিষয়টি আলোচনা করা হয়।

৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৪ টায়, মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার আমির নুরুল কবির সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহ আল মামুন সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলা উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন।

এ ছাড়াও, সভায় স্থানীয় বিভিন্ন জামায়াত নেতৃবৃন্দ ও মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলা উদ্দিন সিকদার বলেন, "শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার সকল পুজা মণ্ডপে উৎসবটি নির্বিঘ্ন করতে সহযোগিতার জন্য প্রস্তুত। আমরা সবসময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে।"

অনির্বাণ চৌধুরী রাজীব, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক, সভায় জামায়াতের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, "জামায়াত ইসলামী যেভাবে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, তা অকৃতজ্ঞতার পরিচয় না দিয়ে স্বীকার করতে হবে। মিরসরাইয়ে আজ পর্যন্ত কোন হিন্দু বাড়ি বা মন্দিরে হামলার ঘটনা ঘটেনি।"


আরো উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানার আমীর নুরুল হুদা হামিদী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন , মিরসরাই পৌরসভার আমীর মাওলানা মো. শিহাব উদ্দিন, জোরারগঞ্জ থানার অর্থ সম্পাদক ডাঃ আবদুল গফুর, মিরসরাই থানা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়নের আমীর মাস্টার আরিফ হোসেন, জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক রেদোয়ানুল হক, মিরসরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সকলের মধ্যে ধর্মীয় ভেদাভেদ দূর করে একযোগে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ