ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে নিখোঁজের এগারো দিন পর বৃদ্ধ নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা, | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৯ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1095732 জন

  • নিউজটি দেখেছেনঃ 1095732 জন
শিবচরে নিখোঁজের এগারো দিন পর বৃদ্ধ নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নিখোঁজ হওয়া বৃদ্ধ নারী এগারো দিন পর ফজিলাতুন্নেছা (৭০) নামের এক মহিলার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার হোগলার মাঠ এলাকায় একটি বাগানের মধ্যে থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।


নিহত ফজিলাতুন্নেছা ছোট কুতুবপুর হোগলার মাঠ গ্রামের আকন বাড়ির আব্দুর রহমান আকনের স্ত্রী।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রোববার সকাল সাড়ে দশটার দিকে ছেলের কাছে টাকা পাঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয় বাড়ির পাশের ছোট কুতুবপুর বাজারে বিকাশের দোকানে যান ফজিলাতুন্নেছা। এরপর আর তিনি বাড়ি ফেরেন নি। বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার ব্যবহৃত মোবাইলটি ২৪ ঘণ্টার ও বেশি সময় সচল ছিল, এরপর সেটিকেও বন্ধ দেখায়। নিখোঁজের পরের দিন সোমবার শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফজিলাতুন্নেছার মেয়ে রেখা আক্তার। এরপর এগারো দিন পর আকন কান্দি গ্রামে তার বাড়ির পিছনে একটি বাগানে তার লাশ দেখে থানা পুলিশ কে খবর দেয় স্থানীয়রা।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বস্তাব‌ন্দি একটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ফরিদপুর পিবিআই টিম ঘটনাস্থল প‌রিদর্শন করেছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা, | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৯ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১০.০৯ অপরাহ্ন