ঢাকা
খ্রিস্টাব্দ

বনশ্রী খালপাড় থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1848521 জন

  • নিউজটি দেখেছেনঃ 1848521 জন
বনশ্রী খালপাড় থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ
ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত বনশ্রী খালপাড়ের (মেরাদিয়া খাল) থেকে ৪১১.৫০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।


বুধবার (১৯ জুন) দুপুর ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত চলে উদ্ধারকাজ। মোট ৬৪টি ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করা হয়েছে।


তবে বর্জ্য অপসারণ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য মতে, এই ৪১১.৫০ টন বর্জ্যের মধ্যে মাত্র এক টনের মতো কোরবানির বর্জ্য।


এ ছাড়া বাকি বর্জ্যের মধ্যে পচা ফলমূল, ফলমূলের টুকরি, নির্মাণসামগ্রীর উচ্ছিষ্টাংশ (রাবিশ) ইত্যাদি রয়েছে। 

এর আগে বনশ্রী এলাকার খালপাড়ের সেই অংশ থেকে বর্জ্য অপসারণ নিয়ে গণমাধ্যমে নানাবিধ খবর প্রচারিত হয়। স্থানটি উভয় সিটির সীমানায় হওয়ায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দেন। তিনি বলেন, ‘এলাকা কোন সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী এলাকার খালপাড়ের সেই বর্জ্য অপসারণ করুন।


তার নির্দেশনা অনুযায়ী বর্জ অপরসারণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন