ঢাকা
খ্রিস্টাব্দ

পিআরসহ ৫ দাবিতে তিতাসে জামায়াতের বিক্ষোভ মিছিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.০৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4855 জন

  • নিউজটি দেখেছেনঃ 4855 জন
পিআরসহ ৫ দাবিতে তিতাসে জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবি- সংবাদদাতা প্রেরিত।


পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি নিয়ে কুমিল্লার তিতাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


দলটির উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে কড়িকান্দি বাজার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।


মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শামীম সরকার বিজ্ঞ। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সালাউদ্দিন আহমেদ, উপজেলা কর্মপরিষদের সদস্য ও কড়িকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. ওসমান গণি, সেক্রেটারী মনির হোসাইন, উপজেলা ব্যবসায়ীক ফোরামের সভাপতি ও কড়িকান্দি ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোশাররফ হোসেন মুন্সি ও সেক্রেটারি মো. মফিজুল ইসলামসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে দলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়।


উল্লেখ্য, জামায়াতে ইসলামীর ৫দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) উপজেলা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.০৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ