News Link: https://dailylalsobujbd.com/news/3aa
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি নিয়ে কুমিল্লার তিতাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে কড়িকান্দি বাজার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে দলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর ৫দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।