ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার, গ্রেফতার-২

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০২ মার্চ ২০২৫, ১.২০ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০২ মার্চ ২০২৫, ১.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 989764 জন

  • নিউজটি দেখেছেনঃ 989764 জন
চট্টগ্রামে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার, গ্রেফতার-২
ছবি- সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে দুই যুবকের কাছ থেকে, যারা পেশাদার ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের দিন এই অস্ত্র উদ্ধার হয়েছিল। শনিবার রাত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার রাণী রাসমণি ঘাট গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজন হলো, মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)।

নগর পুলিশের এক খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের কাছ থেকে পাহাড়তলী থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড বুলেট এবং ছিনতাইয়ের সময় ব্যবহার করা কয়েকটি ছোরা উদ্ধার হয়েছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, গ্রেফতার দুজন ছিনতাইকারী দলের সদস্য। তারা পুরো চট্টগ্রাম শহরজুড়ে রাস্তাঘাটে, নির্জন এলাকায় পথচারী, রিকশা কিংবা অটোরিকশার যাত্রীদের ছুরি ঠেকিয়ে ছিনতাই করে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা নিজেরাই থানায় লুটপাটে অংশ নিয়েছিল। বিদেশি রিভলবার ও বুলেটগুলো তারা মালথানা থেকে নিয়ে গিয়েছিল। তাদের দাবি সঠিক কি না, সেটা আমরা যাচাইবাছাই করে দেখছি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে জনতা রাজপথে নেমে আসে।ওইদিন বিকেল থেকে চট্টগ্রামসহ সারাদেশে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানা আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং লুটপাট করা হয় অস্ত্রাগার ও মালখানা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০২ মার্চ ২০২৫, ১.২০ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০২ মার্চ ২০২৫, ১.২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ