ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপিকে সংস্কারবিরোধী বলে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে একটি মহল : মির্জা ফখরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০.১৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 486327 জন

  • নিউজটি দেখেছেনঃ 486327 জন
বিএনপিকে সংস্কারবিরোধী বলে গুজব ছড়ানোর  চেষ্টা  চালাচ্ছে  একটি মহল : মির্জা ফখরুল

বিএনপিকে সংস্কারবিরোধী বলে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, মিডিয়ার কিছু অংশ ও কিছু ব্যক্তি বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন, যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস… এটা নিয়ে কোয়েশন করার কোনো সুযোগ নেই।


বিএনপি হচ্ছে সেই দল, ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ তুলে ধরেন, তিনি সংস্কারের কথা বলেছিলেন। তারপর ’২২ সালে ২৭ দফা এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে ’২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি। এটাতে আমরা আন্তরিক বলেই কিন্তু ৩১ দফা নিয়ে সারা দেশে অসংখ্য প্রোগ্রাম করেছি… জনগণের কাছে যাওয়া হয়েছে, সুধী সমাজ, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে… তাদেরকে বলা হয়েছে।


‘আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করার একটা অপচেষ্টা চালাচ্ছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০.১৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০.১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ