ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষাবিদ বাদল চন্দ্র দাশের স্মরণ সভা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২.১৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২.১৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 890927 জন

  • নিউজটি দেখেছেনঃ 890927 জন
শিক্ষাবিদ বাদল চন্দ্র দাশের স্মরণ সভা অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টল সুহৃদ সম্মিলনীর আকৈশোর সংগঠক, সাবেক সভাপতি ও আমৃত্য উপদেষ্টা, শাকপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শাকপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বাদল চন্দ্র দাশের স্মরণে ১১ এপ্রিল শুক্রবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাস্থ পূর্ব শাকপুরা গ্রামের শতবর্ষী সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পাঠাগার  চট্টল সুহৃদ সম্মিলনীর উদ্যোগে সম্মিলনী চত্বরে এক শোকসভা অনুষ্ঠিত হয়।


শোকসভায় সভাপতিত্ব করেন সম্মিলনীর পরিচালনা পর্ষদের সভাপতি রূপন কান্তি দে ও সঞ্চালনায় ছিলেন কিশোর দে। 

শুভ্রা দে ও তার দলের যৌথকন্ঠে রবিঠাকুরের আগুনের পরশমণি গানের মাধ্যমে শোকগাম্ভীর্য এক পরিবেশে শোকসভা শুরু হয়। পর্যায়ক্রমে- শোকপ্রস্তাব পাঠ, নিরবতা পালন, স্মৃতিচারণ ও শোকস্মারক প্রদান হয়।

প্রয়াত বাদল স্যারের বিশাল কর্মযজ্ঞের স্মৃতিচারণ করেন সম্মিলনীর উপদেষ্টা ও রবীন্দ্রগবেষক অধ্যাপক কানাই দাশ, রণধীর ভট্টাচার্য, ডা. কাজল বড়ুয়া, প্রয়াতের কনিষ্ঠ পুত্র সুবীর কান্তি দাশ,  স্বপন কুমার ঘোষ, ইউপি সদস্য শম্ভু চৌধুরী, সমাজসেবক সজল চৌধুরী, অপু বৈদ্য, জনি দে, মিশু দে-সহ আরও অনেকে।


বক্তারা বলেন- শিক্ষক বাদল চন্দ্র দাশ আমৃত্যু বিত্তহীন জীবনের অজেয় মোহে সম্মিলনী তথা  পিছিয়ে পড়া গ্রামীণ জনপদ ছেড়ে কোথাও যাননি। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জীবনের বেশির ভাগ সময় পার করেছেন তাঁর প্রাণের বিদ্যাপীঠ শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। যার শ্রম ও ত্যাগের ফলশ্রুতিতে গ্রামের একটি সাধারণ বিদ্যাপীঠ থেকে ওঠে এসেছে অনেক মেধাবী ও উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর আকর্ষণীয় শিখন পদ্ধতি, প্রখর ব্যক্তিত্ব, দূরদর্শিতা শিক্ষকতা পেশাকে এক অন্য মাত্রা দিয়েছিল।


বক্তারা আরও বলেন, তিনি আজীবন চেয়েছেন অক্ষয় জ্যোতিতে প্রদীপ্ত হোক এলাকার প্রতিটি মানুষের জীবন। তাঁর এই মহৎ কর্মযজ্ঞ ও জীবনাদর্শ নতুন প্রজন্মকে প্রেরণা যোগাবে।  সবার কাছে তিনি আলোকিত মানুষ ও সমাজ গড়ার আইডল হয়ে থাকবেন । 


উক্ত শোকসভায় সম্মিলনীর আরেক বয়োজ্যেষ্ঠ সংগঠক সদ্য প্রয়াত শ্রীপতি দাশকে স্মরণ করা হয়। যিনি প্রয়াত বাদল স্যারের শিক্ষাগুরু ও নিকট আত্মীয় ছিলেন। যাঁর হাত ধরেই বাদল স্যারের সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে হাতেখড়ি হয়। 


সম্মিলনীর পক্ষ হতে শোকপ্রস্তাব স্মারক 'শোকাঞ্জলি' গ্রহণ করেন প্রয়াতের দুই পুত্র সুদীপ ও সুবীর দাশ। 

শোকসভা শেষে সম্মিলনীর সদস্যবৃন্দ প্রয়াতের শ্মশানে পুষ্পস্তবক অর্পণ করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২.১৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২.১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ