চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাইপাস এলাকায় গত রাতে একটি সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া ইউটার্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি দ্রুতগামী বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথি মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং নিহতের পরিবারকে সহানুভূতি জানাচ্ছেন স্থানীয়রা।