ঢাকা
খ্রিস্টাব্দ

উপদেষ্টা হাসান আরিফ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫.০৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1232761 জন

  • নিউজটি দেখেছেনঃ 1232761 জন
উপদেষ্টা হাসান আরিফ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন
অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, এ এফ হাসান আরিফ। -সংগৃহীত ছবি।।

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, এ এফ হাসান আরিফ আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী।


এ এফ হাসান আরিফ ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিনে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তার ক্যারিয়ারে তিনি ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।


১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করা এ এফ হাসান আরিফ সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষা গ্রহণ করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বাংলাদেশে এসে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।


হাসান আরিফ ব্যবসায়িক ও আন্তর্জাতিক বিনিয়োগ বিষয়ক পরামর্শ, নির্মাণ সালিস, করপোরেট আইন, ব্যাংকিং, সিকিউরিটিজ আইন, কর্পোরেট ট্যাক্সেশন এবং বিকল্প বিরোধ সমাধান পদ্ধতিতে বিশেষজ্ঞ ছিলেন। তার মৃত্যু বাংলাদেশের আইনজীবী সমাজ এবং জাতীয় পর্যায়ে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫.০৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ