চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার উদ্দেশ্য ছিল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সর্ম্পক জোরদার করা এবং উৎসবের পরিবেশ আরও আনন্দময় করার জন্য একত্রে কাজ করার আহ্বান জানানো। এই ধরনের সভা একদিকে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে, অন্যদিকে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করবে।