চাঁদপুরের ইলিশ মানেই মাছপ্রেমীদের কাছে লোভনীয় একটি ব্যাপার। এই ইলিশের জন্য মৌসুমে শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চাঁদপুরের ইলিশ কিনতে চান। অনলাইনেও রয়েছে এই ইলিশ বিক্রির অনেক প্ল্যাটফর্ম। তবে ফেসবুক ব্যবহার করে একটি গোষ্ঠী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।
ইলিশ বিক্রি বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে প্রতারকরা। পুলিশ এসব প্রতারকদের থেকে ক্রেতাদের সাবধান করে ইলিশ বিক্রির ফেসবুক পেজের একটি তালিকা দিয়েছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাথে সমন্বয় করে এই তালিকা তৈরি করা হয়েছে।
পুলিশ বলছে, তালিকাভূক্ত পেজগুলো থেকে ইলিশ কিনলে ক্রেতারা প্রতারিত হবেন না।
সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের সভাগুলোতে অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারণার বিষয়ে অনেক অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিরোধের জন্য কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ‘অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!’ হওয়ার জন্য সতর্কতা হিসেবে এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন।
জেলা পুলিশ জানায়, ইদানীং চাঁদপুর জেলা পুলিশের কাছে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসছে ফেসবুক এ ইলিশ বিক্রির নামে পেজের মাধ্যমে দেশি-বিদেশি ইলিশ ক্রেতাদের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে, তাজা ইলিশের ছবি দিয়ে, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ইলিশ মাছ ও ইলিশের ডিম বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে ক্রেতাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে।
এমন অভিযোগ পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, এসব পেজ চাঁদপুর থেকে পরিচালিত নয়।
জেলা পুলিশ অনুসন্ধান করে যেসব পেজ চাঁদপুরের ব্যবসায়ীরা চালায় সেগুলোর একটি তালিকা তৈরি করে। এই পেজগুলো থেকে কেউ প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সদস্যদের আওতায় অনলাইন ভিত্তিক তালিকাভূক্ত মাছ ব্যবসায়ীদের ফেসবুক পেজগুলো হচ্ছে- মাছের মেলা, চাঁদপুরের রূপালী ইলিশের বাজার, চাঁদপুর রুপালি ইলিশ, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিমের বাজার (জুরা), চাঁদপুরের ইলিশ, ফ্রেশ পণ্য (Freshponno), আস সুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুডস ((Ruhama Foods)), চাঁদপুর ফিস (Chandpur Fish), মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেস মৎস্য ভাণ্ডার, তাজা ফিস, রারজান আক্তার (Rarjan Akter), চাঁদপুরের মাছের বাজার, এক্সসেপশনাল টি অ্যান্ড প্রডাক্টস (Exceptional Tea & Products), পক্সখীরাজ (Pankhiray), নগদ বাজার অনলাইন শপিং (Nogodbayar Onlice Shopping), পাঁচ মিশালী, ইলিশ বাড়ি।
তাজা ইলিশ আসল বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস।
চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত বলেন, ইলিশ ও অন্যান্য মাছ বিক্রির জন্য আমরা কিছু পেজের তালিকা করেছি। সেগুলো ছাড়াও তালিকায় অন্তর্ভূক্তির জন্য সমিতির সাথে যোগাযোগ করতে পারবেন।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তালিকা বর্হিভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ কেনার বিষয়ে প্রতারণা নিয়ে সতর্ক থাকতে হবে। যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বরে (০১৩২০১১৬৮৯৮) যোগাযোগ করতে পারবেন।