ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্প না কমলা: বাংলাদেশ?

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1619422 জন
  • নিউজটি দেখেছেনঃ 1619422 জন
ট্রাম্প না কমলা: বাংলাদেশ?


আর মাত্র মাঝখানে তিন দিন: ৫ নভেম্বর শুরু হচ্ছে ভোট। যুক্তরাষ্ট্রের মসনদে কে বসবে, সেই প্রশ্নে প্রবাসী বাংলাদেশিরা দুটো শিবিরে বিভক্ত: একপক্ষে আছেন যারা ডোনাল্ড ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হওয়ার পক্ষে, অন্যদিকে আছেন কমলা হ্যারিসের পক্ষে। 



তবে ধারনা করা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে রিপাবলিকান প্রার্থী (ডোনাল্ড ট্রাম্প)ও ডেমোক্র্যাটিক (কমালা হ্যারিস) পার্টির মধ্যে, এমনই লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। সংখ্যাগরিষ্ঠ ভোট নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় 'ইলেকটোরাল কলেজ' পদ্ধতিতে। এ পদ্ধতিতে ৫০টি মার্কিন অঙ্গরাজ্য থেকে ৫৩৮ জন ইলেক্টর নির্বাচিত হন। তারাই নির্ধারণ করেন প্রেসিডেন্ট কে হবেন।



কিছু প্রবাসী বাংলাদেশি মনে করেন, ট্রাম্প আবার ফিরে আসবেন, তবে অন্যরা বিশ্বাস করেন যে কমলা এবার নেতৃত্বে আসতে পারেন। এছাড়া, এমন অনেকেই আছেন যারা দুই দলের কেউই চান না। তাদের মতে, রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির শাসন দেখতে দেখতে তারা ক্লান্ত। তারা মনে করেন, এই দুই দল যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের বা বিশ্ব সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম নয়।


তাই কমলা-ট্রাম্পের বাইরে নির্বাচনে দাঁড়ানো বাকি চার প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই চারজনের মধ্যে আছেন লিবেরটেরিয়ান পার্টির প্রার্থী চেইস অলিভার, কমিউনিস্ট দল পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশনের প্রার্থী ক্লদিয়া দে লা ক্রু, গ্রিন পার্টি অব দ্য ইউনাইটেড স্টেটসের প্রার্থী জিল স্টাইন ও স্বতন্ত্র প্রার্থী করনেল ওয়েস্ট।



অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন নাদিম মাহমুদ। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়াগোর নিউরোসায়েন্স বিভাগের গবেষক। তার মতে, প্রেসিডেন্ট রিপাবলিকান হোন বা ডেমোক্রেট, তাতে কিছু যায় আসে না। কারণ দু’দলের মধ্যে মৌলিক কিছু বিষয়ে অবস্থান একই।  



নাদিম মাহমুদ বলেন, “ট্রাম্পকে প্রবাসী বাংলাদেশিরা চায় না। কারণ তিনি অভিবাসীদের ঘোরতরবিরোধী। নির্বাচিত হলে অভিবাসন নীতি কঠোর করবেন, এমন কথা তিনি সম্প্রতি বলেছেন। ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন অনেকের জন্য স্বস্তির হলেও প্রবাসীদের জন্য দুশ্চিন্তার।”   



কমলা হ্যারিস সম্পর্কে তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যে তিনি শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন দেখার বিষয়, আমেরিকানরা চিন্তার প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন নারীকে প্রেসিডেন্ট পদে বসাবে কি না।”



২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হিলারি ক্লিনটনের হেরে যাওয়ার প্রসঙ্গ টেনে নাদিম মাহমুদ বলেন, “নারী নেতৃত্বকে এখনও আমেরিকানরা সেভাবে গ্রহণ করতে পারেনি।



এখানকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালতে শীর্ষ পর্যায়ে নারীর নেতৃত্ব পুরুষের থেকে পিছিয়ে। দীর্ঘদিনের লালিত মানসিকতা থেকে আমেরিকানরা এবার কতটুকু নিজেদের বের করে আনতে পারবে, তা ৫ নভেম্বর স্পষ্ট হবে

তবে, 
বিশ্বের সেরা অর্থনীতিবিদ ক্রিস্টোপ বারুড মনে করেন আগামি ৫ নভেম্বরের নির্বাচনের মাধ্যমে ফের প্রেসিডেন্ট হবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  ‘নির্ভূল অর্থনীতিবিদ’ হিসেবে পরিচিত ক্রিস্টোপ বারুড এমনটিই মন্তব্য করেছেন ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ