নিজস্ব প্রতিবেদক :
আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসাবে শেষ দিন পর্যন্ত ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাকির হোসেনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৬ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি উত্তম কুমার শর্মা, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিন ও মোহাম্মদ মোস্তফা।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৪ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ৯ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মদ ও মোহাম্মদ সাইফুল আলম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৩ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, প্রয়াত উপজেলা যুবলীগ সভাপতি মমিনুল ইসলাম টিপুর সহধর্মীনি উম্মে কুলসুম কলি ও বিবি কুলছুমা চম্পা।
নির্বাচন কমিশন এ বছর উপজেলা নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে। এ কারনে মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মূখীন হতে হয়নি বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাকির হোসেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তির সময় ২১ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। এটি বাংলাদেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ ধাপে সারাদেশে মোট ১৬১টি উপজেলায় ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।