ঢাকা
খ্রিস্টাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

পুতিন স্লোভাকিয়ার শান্তি প্রস্তাবকে অভিনন্দন জানালেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ৯.৪৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ৯.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1205695 জন

  • নিউজটি দেখেছেনঃ 1205695 জন
পুতিন স্লোভাকিয়ার শান্তি প্রস্তাবকে অভিনন্দন জানালেন
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাত নিরসনে স্লোভাকিয়ার শান্তি আলোচনার প্রস্তাবে রাশিয়া ইতিবাচক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনি এই সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


পুতিন বলেছেন, ক্রেমলিনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠকে ফিকো তার দেশকে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে প্রস্তাব করেছেন। ফিকো ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের অন্যতম সমালোচক।



পুতিন বলেন, স্লোভাক কর্তৃপক্ষ তাদের দেশকে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। আমরা এতে আপত্তি করব না। কেন নয়? স্লোভাকিয়া এমন একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে। ইউক্রেনকে সামরিক সহায়তায় সংশয়ী এবং রাশিয়ার সঙ্গে আলোচনার পক্ষে থাকা মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান শিবিরে স্লোভাকিয়াকে একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হচ্ছে।


স্লোভাক পররাষ্ট্রমন্ত্রী জুরাই ব্লানার এক বিবৃতিতে বলেছেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য স্লোভাক কূটনীতি সবসময় সচেষ্ট। পুতিনের এই মন্তব্য যুদ্ধের অবসান ঘটাতে একটি ইতিবাচক সংকেত। তিনি আরও বলেছেন, অক্টোবরে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে যৌথ মন্ত্রিসভার বৈঠকে স্লোভাকিয়া এই প্রস্তাব উত্থাপন করেছিল।


অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্লোভাকিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ফিকো ২০২৩ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখানোয় তিনি এই সমালোচনা করেন।


পুতিন বলেছেন, কিয়েভের সঙ্গে সংঘাত নিরসনে আমরা আলোচনা করতে প্রস্তুত, তবে আমরা ইউক্রেনে আমাদের লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ।


পুতিন একইদিন জানান, রাশিয়া নতুন মাঝারি-পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে। তবে তাৎক্ষণিকভাবে এটি ব্যবহারের কোনও তাড়া নেই।


তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয়, আজকেই বা আগামীকাল এটি ব্যবহার করা যেতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ৯.৪৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ৯.৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ