ঢাকা
খ্রিস্টাব্দ

অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স ১৮৪০০ কোটি টাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1686888 জন
  • নিউজটি দেখেছেনঃ 1686888 জন
অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স ১৮৪০০ কোটি টাকা
ছবি : সংগৃহীত

অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার ৪০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে ৮ কোটি ডলার রেমিট্যান্স আসছে, যা মাস শেষে ২.৫ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।


রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪০ কোটি ৮২ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক কৃষি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪০ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। তবে ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যাংক হলো বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, পদ্মা ব্যাংক এবং হাবিব ব্যাংক।


গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ২৪০ কোটি ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। ২০২০-২০২১ অর্থবছরে সর্বাধিক ২৪.৭৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :