ঢাকা
খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র: বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতি ও জবাবদিহি নিশ্চিতকরণের তাগিদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।
নিউজটি দেখেছেনঃ 1527388 জন
  • নিউজটি দেখেছেনঃ 1527388 জন
যুক্তরাষ্ট্র: বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতি ও জবাবদিহি নিশ্চিতকরণের তাগিদ
ছবি- ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।


যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটনে বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, তারা চায় ধর্মীয় স্বাধীনতা যেন বাংলাদেশে সুরক্ষিত থাকে এবং যে কোনো আক্রমণের ঘটনায় দায়ীদের উপযুক্ত আইনি প্রক্রিয়ায় আনা হয়।


মিলার উল্লেখ করেন, ‘বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আমাদের আলাপ হয়েছে। আমরা পরিষ্কার করেছি যে, ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার প্রতি সম্মান বজায় রাখাই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এবং যে কোনো আক্রমণের জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনাও জরুরি বলে আমরা মনে করি।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।

আপডেট :