ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
সাদুল্লাপুর, গাইবান্ধা
শনিবার, ০৩ মে ২০২৫, ৬.২১ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৩ মে ২০২৫, ৬.২১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 752832 জন

  • নিউজটি দেখেছেনঃ 752832 জন
গাইবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
- ছবি সংবাদদাতা প্রেরিত।

র‍্যাব-১৩ এর একটি অভিযানে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর নদী ডাকাতি মামলার এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম আনোয়ার (৪২)। সে গাইবান্ধা জেলার সদর থানার খামার কামারজানি এলাকার আবু সামার পুত্র।

শনিবার (৩ মে ) র‍্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশব্যাপী চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও মাদকবিরোধী অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রমের অংশ হিসেবেই চলমান গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আনোয়ারকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৫নং চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল ঘাট থেকে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে ব্রহ্মপুত্র নদে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চিলমারী মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর: ০২/২৫; তারিখ: ০৯/০২/২০২৫; ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০।

ঘটনার তদন্তে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২ মে ২০২৫ খ্রিঃ তারিখে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, “র‍্যাব-১৩ নিয়মিতভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধ দমনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
সাদুল্লাপুর, গাইবান্ধা
শনিবার, ০৩ মে ২০২৫, ৬.২১ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৩ মে ২০২৫, ৬.২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ