ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক

২টি সিএনজি অটোরিক্সা আটক, ১জন পলাতক
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৪.০০ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৪.০২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1114774 জন

  • নিউজটি দেখেছেনঃ 1114774 জন
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ‘জোরারগঞ্জ থানা’ পুলিশ অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২টি সিএনজি অটোরিক্সা এবং মাদক ব্যবসায়ী মোঃ হানিফ প্রঃ সোহাগ (৩৫) নামের একজনকে আটক করেছে। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন- অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে- দুই মাদক ব্যবসায়ী দুটি সিএনজি অটোরিক্সায় ফেন্সিডিল বোঝাই করে নিয়ে যাচ্ছিল। জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামস্থ পিএনজি গার্মেন্টসের সামনে সিগন্যাল দেয়ার পর একটিতে থাকা দুই মাদক ব্যবসায়ী গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মোঃ হানিফ প্রঃ সোহাগ কে গাড়ি সহ আটক করে, তবে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পুলিশের উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ৭৪ বোতল ফেন্সিডিল, যার বাজারমূল্য ৭৪,০০০ টাকা এবং মাদক দ্রব্য পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা, যার আনুমানিক মূল্য ৭,০০,০০০ টাকা।

আটককৃত আসামী মোঃ হানিফ প্রঃ সোহাগ (৩৫), ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা এবং মন্দিয়া গ্রামের ‘ভুইয়া বাড়ী’র মো. বাহার ও ছকিনা দম্পতির ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আরো জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামী এবং জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে। আটকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহরেন আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৪.০০ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ৪.০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ