ঢাকা
খ্রিস্টাব্দ

দিনাজপুরে ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1870350 জন

  • নিউজটি দেখেছেনঃ 1870350 জন
দিনাজপুরে ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ছবি : সংগৃহীত

জেলার ফুলবাড়ী ও ঘোড়াঘাট উপজেলায় আজ পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।


ফুলবাড়ী উপজেলার বেজাইমোড় নামক স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টায়  মালবোঝাই ট্রাক ও  অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। নিহতরা হলেন- অটোরিকশা চালক ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের খাজানুর ইসলামের পুত্র নজরুল ইসলাম (৪৫) ও অটোরিকশার যাত্রী পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪০)। ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


অপরদিকে, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলার সিংড়া ব্রাক অফিসের সম্মুখে গরু বোঝার ভটভটি ও যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ভ্যানের যাত্রী আলতাব হোসেন (৪৫) নিহত হন। নিহত আলতাব হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র। এছাড়া, আজ বিকেল ৪টায় হরিপাড়া বাজার নামক স্থানে রাস্তা অতিক্রম করার সময় আব্দুস সাত্তার(৬৮)এক বৃদ্ধ ট্রাকের নিচে পিষ্ট হয়ে  ঘটনাস্থলেই মারা যান। নিহত আব্দুস সাত্তার ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের রহমাতুল্লাহ পুত্র। লাশ দু’টি উদ্ধার করে ঘোড়াঘাট থানায় রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ