ঢাকা
খ্রিস্টাব্দ

অর্থপাচার রোধে সাফল্য, রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.১৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১.০৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1210338 জন

  • নিউজটি দেখেছেনঃ 1210338 জন
অর্থপাচার রোধে সাফল্য, রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন
ছবি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখার উদ্বোধন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘গত পাঁচ মাসে অতিরিক্ত রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। এখন রিজার্ভ দাঁড়িয়েছে ২০ বিলিয়নের ওপরে। আগে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়ার পথে, এখন সেগুলো ঘুরে দাঁড়িয়েছে।’ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যারা অর্থ নিয়ে পালিয়েছে সেই অর্থ কীভাবে ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা চলছে উল্লেখ করে গভর্নর বলেন, ‘পাচার হওয়া টাকা ফেরাতে চেষ্টার শেষ নেই আমাদের। দেরিতে হলেও এটার সাফল্য আসবে। ব্যাংকের ও সরকারের ওপর আস্থা রাখবেন।


এখান দুর্নীতি নেই, উচ্চপর্যায়েও দুর্নীতি নেই এবং থাকবেও না। সরকারের প্রত্যেক ব্যক্তি সৎ এবং তারা ভালোভাবে কাজ করে যাচ্ছেন। ফলে রিজার্ভ কমবে না বরং বাড়বে। ২৬ থেকে ২৮ শতাংশ রেমিট্যান্স প্রবৃদ্ধি দেখছি। এটা কিন্তু অল্প টাকা নয়। এর কারণ অর্থপাচার কমে গেছে। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় পাচার কমেছে। ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে চলে আসছে। ব্যাংক কোনও পারিবারিক প্রতিষ্ঠান নয়, ব্যাংক হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য আমানতকারী প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগোতে পারবে না।’ ব্যাংকিং খাতের ধস নিয়ে অনেকে চিন্তিত ছিলেন, সেখান থেকে ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয় জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, ‘এখন আর এগুলো পড়ে যাবে না। একটিকে বাদ দিয়ে বাংলাদেশ অর্থনীতিতে এগোতে পারবে না।


রাষ্ট্রের অর্থনীতি পূর্ণ গঠন করতে হলে এই ব্যাংকিং খাতকে পূর্ণ গঠন করতে হবে। আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল। বৈশ্বিক বাণিজ্য আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়েছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। আগস্ট মাসের পর বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেনি। কাজেই রিজার্ভ কমবে না, বাড়বেই। রেমিট্যান্সের বিরাট প্রবাহ পরিবর্তন হয়েছে। গত পাঁচ মাসে ৩ বিলিয়ন অতিরিক্ত রেমিট্যান্স এসেছে।’


ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, ইনডিপেনডেন্ট ডিরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০.১৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১.০৫ পূর্বাহ্ন