ঢাকা
খ্রিস্টাব্দ

পুকুর খননকালে বেরিয়ে এলো বিষ্ণুমূর্তি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1878980 জন

  • নিউজটি দেখেছেনঃ 1878980 জন
পুকুর খননকালে বেরিয়ে এলো বিষ্ণুমূর্তি
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে একটি পুকুরের মাটি খননকালে কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে মূর্তিটি উদ্ধার করা হয়।  ৩৭ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৭ ইঞ্চি প্রস্থের মূর্তিটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।


টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গংদের একটি পুকুরের মাটি খনন করছিলেন শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে বিষয়টি জানান। পরে ওই জনপ্রতিনিধি ফোন করে তাকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।


উদ্ধার মূর্তিটি কষ্টিপাথরের বলে ধারণা স্থানীয়দের। তাদের দাবি, এটি কয়েকশ বছরের পুরোনো।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ