ঢাকা
খ্রিস্টাব্দ

গুচ্ছের ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জবি উপাচার্য

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1877629 জন

  • নিউজটি দেখেছেনঃ 1877629 জন
গুচ্ছের ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জবি উপাচার্য
ছবি : সংগৃহীত

আগামী ১ থেকে ১৫ জুলাইয়ে মধ্যে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাশ শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. সাদেকা হালিম।


শুক্রবার গুচ্ছের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


উপাচার্য বলেন, নতুন বছরের ক্লাশ শুরু করা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আশা করছি, ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নতুন বর্ষের ক্লাশ শুরু করতে পারব।


এবার গুচ্ছের ‘সি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ৫১৩ জন। এ সময় তিনি বিগত সময়ের সংকট কাটিয়ে এবার দ্রুত ক্লাশ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


শুক্রবার গুচ্ছের অন্তর্ভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪০ হাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন