ঢাকা
খ্রিস্টাব্দ

‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’

প্রযুক্তির ওপর নির্ভর করে আমাদের সেবা দিতে হবে

----বিআরটিসি চেয়ারম্যান
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.৪৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1107426 জন

  • নিউজটি দেখেছেনঃ 1107426 জন
প্রযুক্তির ওপর নির্ভর করে আমাদের সেবা দিতে হবে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

প্রযুক্তির ওপর নির্ভর করে আমাদের সেবা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এমদাদ উল বারী। বুধবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিন সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। তিনি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতামূলক মডেলে ব্যবসা পরিচালনা করার আহবান জানান। 


এমদাদ উল বারী বলেন, এখন সংস্কারের সময়। কাজ করার সময়। আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সদস্যদের কথায় সংস্কারের সুর পাচ্ছি না। প্রযুক্তির ওপর নির্ভর করে আমাদের সেবা দিতে হবে। কিন্তু তারা যখন কথা বলেন, তখন তারা শুধু ব্যবসায়ী হিসেবে বলেন।


সবাই শুধু চায় নিজের স্বার্থ। আমাদের কোলাবোরেটিভ (সহযোগিতামূলক) মডেলে আসতে হবে। আমিও আইএসপিকে (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সে মডেলের দিকে আসতে আহবান জানাই। সহযোগিতা করলে দুয়ে দুয়ে পাঁচ হবে, তিন হবে না। আমাদের প্রায়োরিটি দিতে হবে সার্ভিসকে। সার্ভিস দিতে পারলেই ব্যবসা হবে। ব্যবসাকে বাঁচানোর জন্য সার্ভিস দেব আমরা।


তিনি আরও বলেন, পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। দেশের ৯৮ থেকে ৯৯ শতাংশ মানুষ এখন যোগাযোগের আওতায় চলে এসেছে। প্রযুক্তির যে একটি সুপ্ত ক্ষমতা আছে সেটা জানার জন্য জ্ঞানের প্রয়োজন। আইএসপির ওপর নির্ভর করে একটি ডিজিটাল জগত তৈরি হয়েছে। প্রযুক্তি নিজের গতিপথ খুঁজে নেবে। তাকে আটকানো সম্ভব না। আইএসপিকে বলবো বড় বড় ব্যবসায়ীদের মতো না দেখে সেবা প্রদানকারীর মতো দেখতে।মেলার মাধ্যেমে নতুন উদ্যেক্তারা টেলিকম ব্যবসা সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা জ্ঞান প্রসারিত করতে পারবে।’ যোগ করেন বিআরটিসির চেয়ারম্যান এমদাদ উল বারী।


বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, আমরা একটি প্রযুক্তিবান্ধব শহর গড়ে তুলতে চাই। এ জন্য যা যা করা প্রয়োজন চট্টগ্রাম সিটি করপোরেশন সেসব করার চেষ্টা করা হচ্ছে। আইএসপি যতটুকু সহযোগিতা করা যায় আমরা করব।


আইএসপিএবির সভাপতি এমদাদুল হক বলেন, আইএসপির সুযোগ সুবিধা এখন তলানিতে। পরিচয় দেওয়ার মতো অবস্থায় রাখেনি। এটা এমন পরিস্থিতিই আছে এখন। ১৬ বছর যাবৎ লাইসেন্স দেওয়ার বিষয়ে কথা বলে রাখছি। বিভিন্ন ট্যাগ লাগিয়ে লাইসেন্স বন্ধ রাখা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের ওপর নানা ভ্যাট ট্যাক্স বসানো হচ্ছে।এমন হলে অনেক বড় উদ্যেক্তাও এ সেক্টর থেকে হারিয়ে যাবে। অনেকে অবৈধ আইএসপি ব্যবসা করছে। এ ব্যাপারে সরকার ও বিটিআরসিকে কঠোর করতে হবে। অবৈধ আইএসপি বন্ধ না হলে শৃঙ্খলা ফিরে আসবে না।


আইএসপিএবির সেক্রেটারি নাজমুল করিম ভূঁইয়া বলেন, তথ্য প্রযুক্তির দিক দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। যারা সত্যিকারের তথ্য প্রযুক্তিবিদ তাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের এখনও লাইসেন্স পেতে অসুবিধা হচ্ছে। আবার নতুন করে ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে। এ বিষয়ে তো কোনো সভায় হয়নি। আইএসপি তো আর দেশের টাকা পাচার করে না। দেশের টাকা দেশে রাখে। আমাদের কাজে কোনো ত্রুটি থাকলে আইনের শাসন আমরা মাথা পেতে নেব।


আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত কমিশনার (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য নাজিম উদ্দিন এবং সংগঠনের সহ সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহ্বায়ক আনোয়ারুল আজিম।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.৪৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.৪৬ অপরাহ্ন