ঢাকা
খ্রিস্টাব্দ

তুরস্কে গাড়ির কারখানা বানাবে টেসলার প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1833051 জন

  • নিউজটি দেখেছেনঃ 1833051 জন
তুরস্কে গাড়ির কারখানা বানাবে টেসলার প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি
ছবি : সংগৃহীত

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি তুরস্কে কারখানা বানাতে একশ কোটি ডলারের চুক্তি করেছে। দেশের সীমানা পেরিয়ে চীনা কোম্পানিটি বিদেশেও ব্যবসার পরিধি বাড়াচ্ছে।


জানা গেছে, নতুন ওই কারখানা থেকে বছরে এক লাখ ৫০ হাজার গাড়ি উৎপাদন করা যাবে। মঙ্গলবার (৯ জুলাই) আনাদোলু এজেন্সির বরাত দিয়ে বিবিস এ তথ্য জানিয়েছে। এই উদ্যোগের কারণে পাঁচ হাজার কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে। কারখানাটিতে উৎপাদন শুরু হতে পারে ২০২৬ সাল থেকে।


তুরস্কের ইস্তাবুলে এক অনুষ্ঠানে এই চুক্তি হয়। এতে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও বিওয়াইডির প্রধান নির্বাহী ওয়াং চুয়ানফু।


প্রাথমিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বিওয়াইডি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপের কারণে কিছুটা চাপে পড়েছে চীনা কোম্পানিটি। কারণ চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক বাড়িয়েছে তারা।


চলতি বছরের মে মাসে চীনের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়েছে বাইডেন প্রশাসন। যেসব ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে তার মধ্যে বৈদ্যুতিক গাড়ি, কম্পিউটার চিপ ও মেডিকেল পণ্য রয়েছে।


হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক চারগুণ বাড়িয়ে ১০০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে ২৫ থেকে ৫০ শতাংশে।


তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করছে চীন। ওয়াশিংটনকে এমন সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে বেইজিং।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ