ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 146701 জন

  • নিউজটি দেখেছেনঃ 146701 জন
বোয়ালখালীতে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা


বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে ৭৬জন কর্মকর্তা এ ছুটি নিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।


সমিতির সদস্যরা জানান, পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরইবির শোষণ, নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির লক্ষ্যে ৪ দফা দাবি না মানা পর্যন্ত তারা ছুটিতে থাকবেন।


বোয়ালখালী জোনাল অফিসে সকালে কর্মকর্তা কর্মচারীরা জড়ো হন। এসময় তারা প্রত্যেকে ছুটির দরখাস্ত প্রদান করে চলে যান। ফলে বিদ্যুৎ অফিসে এখন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই প্রহরী ও ডেপুটি জোনাল ম্যানেজার (ডিজিএম) ব্যতীত আর কেউই নেই।


বোয়ালখালী অফিসের ডিজিএম বলেন, ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণ ছুটিতে চলে গেছেন। বোয়ালখালীতে কর্মরত ৭৬ জনের মধ্যে দুইজন অসুস্থ হওয়ায় নিয়মতান্ত্রিক ছুটি রয়েছেন।


এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ কোনো কারণে ট্রিপ করলে তা চালু করার মতো লোকবল নেই। এতে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। 


ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের মাধ্যমে আপাতত সেবা প্রদান করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণছুটিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা অনেকেই বাড়ি ফিরে গেছেন, কেউ কেউ কর্মস্থলের আশেপাশে রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন