ঢাকা
খ্রিস্টাব্দ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1709352 জন
  • নিউজটি দেখেছেনঃ 1709352 জন
সেনাবাহিনী প্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি : সংগৃহীত। অনলাইন ডেস্ক । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদল আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা উদযাপিত হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই উৎসবটি ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে পালন করেন।


বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদল সেনাবাহিনী প্রধানকে আমন্ত্রণ জানিয়ে এই উৎসবের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতা চেয়েছে। এ সময়, সেনাবাহিনী প্রধান সমতল ও পার্বত্য চট্টগ্রামে ‘শুভ প্রবারণা’ ও ‘কঠিন চীবরদান’ উৎসবে নিরাপত্তা ও আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।


তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে উৎসব পালনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আইএসপিআর আরও জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনী দেশব্যাপী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে, যাতে সকল বাংলাদেশি তাদের ধর্মীয় উৎসব উপভোগ করতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ