বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সুনীল চক্রবর্ত্তী ফাউন্ডেশনের সহযোগিতায় কৃতি শিক্ষার্থী সংবধর্না '২৫ শনিবার দাশের দিঘির পাড়ে আহলা চাইল্ড কেয়ার একাডেমীর হলে অমীত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শুভ্রা চক্রবর্তী বিশিষ্ট চিকিৎসক ডাঃ অসীম বিকাশ চৌধুরী, গৈরালা স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাহানারা বেগম স্বপ্ন, বিশিষ্ট ব্যবসায়ী জীবক বড়ুয়া, সেহাব উদ্দিন সাইফু, সাজ্জাদ হোসেন,শিক্ষক সুদর্শন দাস শিক্ষক রুপন দাস, ইফফাত হোসেন অনন্যা হিমেল চৌধুরী, কৃতি শিক্ষার্থীদের পক্ষে মোনায়ার হাসনাত আবরার মালিহা জাহাঙ্গীর সিদ্দিক, প্রণয় দাশ, ইকবাল হোসেন।
বক্তারা বলেন শিক্ষা বাণিজ্যিকরণের কারণে মেধাবীরা শিক্ষা অর্জনে বাধাগ্রস্ত হচ্ছে। ক্রমাগত শিক্ষা খাতে বাজেট সংকুচিত হচ্ছে, ভালো মানের শিক্ষক সংকট এবং অপকাঠামোর সংকট শিক্ষা ব্যবস্থায় গ্রাম অঞ্চলে গভীর ক্ষতের সৃষ্টিকরছে। পরে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।