ঢাকা
খ্রিস্টাব্দ

মানবপাচারকারী আটক শাহ আমানত বিমানবন্দরে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১.০৮ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১.০৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1113079 জন

  • নিউজটি দেখেছেনঃ 1113079 জন
মানবপাচারকারী আটক  শাহ আমানত বিমানবন্দরে
আটক ইফতেখারুল আলম রনি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইফতেখারুল আলম রনি (২৮) নামে এক দুবাইগামী যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে দুটি মামলা রয়েছে।


গতকাল রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত শনিবার রাত ৮টায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। আটক রনি ফেনী জেলার ফাজিলপুর এলাকার নুরের জামানের ছেলে।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘আটক ইফতেখারুল আলম রনি মানবপাচারের সঙ্গে জড়িত এবং এ চক্রের অন্যতম হোতা।


তার বিরুদ্ধে মানবপাচার আইনে পৃথক দুটি মামলা রয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় অপর একটি মামলা রয়েছে।’ বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটক রনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শনিবার রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। এর আগেই বিমান বন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১.০৮ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১.০৮ পূর্বাহ্ন