ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৭.৫১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৭.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 333025 জন

  • নিউজটি দেখেছেনঃ 333025 জন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর শহীদুল আলম নীরু মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক  মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব,

কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম এবং পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ।


অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ।


বক্তারা তাদের বক্তব্যে তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এই দফাগুলো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন এবং জনগণের অধিকার রক্ষার পথে সহায়ক হবে। এ সময় বক্তারা জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “আপনারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করেন। আমরা সবাই মুসলমান, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করি না। "


প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনার যদি এই সংগঠনে কাজ করতে চান তাহলে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে।আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসবেন অনেক ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করে। তিনি দেশকে আগামীতে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি তার সঙ্গী হতে চান, তার স্বপ্ন পূরণের  সারথি হতে চান, তাহলে আপনাদের সংযত হয়ে চলতে হবে। ভোটের রাজনীতিতে আমাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই, থাকারও কথা নেই, আমাদের প্রতিদ্বন্দ্বী দলের ভিতরে থাকা কিছু দুষ্ট ও লোভী লোকজন। গত ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করছে।


বিএনপি ডাকে জনগণ সাড়া দিয়ে রাজপথে নেমে এসে রক্ত ও জীবন বিসর্জন দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। বিএনপির প্রতি জনগণের সেই ভালবাসা ধরে রাখতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কিছু করা যাবেনা।  জনগণ আপনাকে আমাকে দেখে ভোট দিবেনা। ভোট দিবে খালেদা জিয়া ও তারেক রহমানকে দেখে। কোন নেতাকর্মীদের কারণে ভোটের ক্ষতি হলে তাকে এই দলে রাখা হবে না। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা এই দেশের সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আমরা সকলেই কর্মী হয়ে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবো।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৭.৫১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৭.৫১ অপরাহ্ন