হজ প্যাকেজের খরচ ৪ লাখ টাকা করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল। সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম কবির গত বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে এই দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের হজযাত্রীদের খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ায় একজন মুসলমানের জন্য হজের খরচ ৩ লাখ ৪৭ হাজার টাকা, যা সরকারি ভর্তুকির মাধ্যমে কিছুটা কমানো হয়। পাকিস্তানে গত বছরের তুলনায় হজের খরচ বাড়িয়ে ১১ লাখ ৭০ হাজার রুপি নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৪৭ হাজার।
স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, হজ মৌসুমে বিমান ভাড়ার ক্ষেত্রে অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ করতে হবে এবং ভ্যাট-ট্যাক্স সহ অন্যান্য খরচ কমিয়ে ৪ লাখ টাকায় হজের প্যাকেজ পুনঃনির্ধারণ করতে হবে।
শহিদুল ইসলাম কবির বলেন, "সরকারি দৃষ্টিভঙ্গি থেকে হজের খরচ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ মুসলমানরা সহজেই হজ পালন করতে পারেন।"