কক্সবাজারের সাবরাং ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের সন্তান দেলোয়ার হোসেন। বর্তমানে টেকনাফ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত দেলোয়ার হোসেন তাঁর সৎ, সরল এবং অভিজ্ঞতার জন্য পরিচিত। তাঁর নতুন দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে অনেকে মন্তব্য করেছেন, তিনি একজন ন্যায়নিষ্ঠ এবং জনগণের সেবায় নিবেদিতপ্রাণ কর্মকর্তা।
৮ এপ্রিল ২০২৫ তারিখে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত ০৫.২০.২২০০.১২৬.০১১.০১৭.২০২৪.২২১ নং স্মারক মূলে সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব দেলোয়ার হোসেনের কাছে অর্পণ করা হয়। এতে আরো বলা হয়, দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে টেকনাফ উপজোলাধীন সাবরাং ইউনিয়ন পরিচালনার জন্য প্রশাসক এর অনুকুলে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হল।
জনগন, তার সততা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাবরাং ইউনিয়ন পরিষদকে যুগোপযোগী সেবা মূলক প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান বর্তমানে কারাগারে থাকায় দেলোয়ার হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।