ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে বিস্ফোরক আইনে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০.০৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 912207 জন

  • নিউজটি দেখেছেনঃ 912207 জন
পিরোজপুরে বিস্ফোরক আইনে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে আব্দুল আলিম (৫২) নামে মাদ্রাসার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতার করে‍ছে পু‌লিশ। ‌শনিবার (৫ এপ্রিল) রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ আব্দুল আলিমের নামে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ে করে পিরোজপুরের উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪২)। 


আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুরের কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।


পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় শনিবার রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে পাঠানো হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০.০৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০.০৪ অপরাহ্ন