মিরসরাই, ২১ অক্টোবর ২০২৪: জোরারগঞ্জ বাজারে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বিকাল ৪.৩০ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী'র নেতৃত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে দেখা যায়, কিছু ব্যবসায়ী পণ্য বিক্রি করছেন অস্বাভাবিক দামে এবং মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ হচ্ছেন।
এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার সার্বিক সহযোগিতা করেন বলে সাংবাদিকদের উল্লিখিত তথ্য দিয়ে নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।