ঢাকা
খ্রিস্টাব্দ

ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নতুন প্রধানের খোঁজ নেই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1713053 জন

  • নিউজটি দেখেছেনঃ 1713053 জন
ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নতুন প্রধানের খোঁজ নেই
ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলার পর হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হাশেম সাফিয়েদ্দিনের সঙ্গে যোগাযোগ হারিয়েছে, জানিয়েছেন লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা।


বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের উদ্ধৃতিতে তিন ইসরায়েলি কর্মকর্তা জানান, সাফিয়েদ্দিনকে হত্যার উদ্দেশ্যে একটি ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করা হয়েছিল।


লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলার পর থেকে দাহিয়া এলাকায় উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। শুক্রবার থেকে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো, ফলে হিজবুল্লাহ সাফিয়েদ্দিন নিয়ে কোনো মন্তব্য করেনি।


ইসরায়েলি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি বলেন, তারা হামলাগুলো মূল্যায়ন করছে। তাদের হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তর।


ইসরায়েলের হামলায় যদি সাফিয়েদ্দিন নিহত হন, তাহলে এটি হিজবুল্লাহ এবং তাদের পৃষ্ঠপোষক ইরানের জন্য নতুন একটি ধাক্কা হবে। গত বছর ধরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।


এছাড়াও, শনিবার ত্রিপোলিতে হামলা চালিয়ে হামাসের এক সদস্য ও তার পরিবারকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় ত্রিপোলির ফিলিস্তিনি শরণার্থী শিবিরের এক নেতা নিহত হওয়ার খবর এসেছে।


এদিকে, শনিবার ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে, এবং দাহিয়ায় রাতভর বোমা হামলা চালিয়েছে। বিভিন্ন হামলায় দাহিয়ার একটি বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে, ফলে বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।


ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সতর্কতা সাইরেন শুনে উত্তরাঞ্চলে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন