ঢাকা
খ্রিস্টাব্দ

উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি)
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 905989 জন

  • নিউজটি দেখেছেনঃ 905989 জন
উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আজ মঙ্গলবার সকাল এগারটায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভাটি উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত হয়।


এ সময় লংগদু থানা অফিসার ইনচার্জ  মোঃ  ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী  মোঃ শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার একেএম ইমাম হোসেন, উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান সহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার সার্বিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে যার যার অবস্থান থেকে সতর্ক থাকব। রমজান মাসের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং দ্রব্যমূল্য যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের প্রতি সতর্ক থাকার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ সন্ত্রাস ও নাশকতা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া মাদক, চুরি, লোডশেডিং, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কমিটি, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরিশেষে উপরোক্ত বিষয়ে সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি)
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ