ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালী

জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বোয়ালখালী, চট্টগ্রাম
শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 600631 জন

  • নিউজটি দেখেছেনঃ 600631 জন
জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক সভা
- ছবি সংবাদদাতা প্রেরিত।


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।


সভায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা বিষয়ে করনীয় শীর্ষক বিস্তারিত আলোচনা করা হয়।


বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজ প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি।


এতে আরও বক্তব্য রাখেন আরএমও ডাক্তার সুফিয়ান সিদ্দিকী, মেডিকেল অফিসার ডাক্তার তোফায়েল আহমেদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার রাকিব ভূঁইয়া। 


এতে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিসংখ্যান সুজন সিংহ, হেলথ ইন্সপেক্টর ও পরিতোষ বড়ুয়া, স্টোর কিপার তানভীর আহমেদ, টিএলসি মোঃ সোয়াইন আহমেদ, সেনেটারি ইন্সপেক্টর, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, সাংবাদিক, ইমাম, পুরোহিত, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার ছোটন সূত্রধর, সুমি আচার্য, এবং জাহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বোয়ালখালী, চট্টগ্রাম
শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন